শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০৯:৪৯:০১

আজ রাতেই ফাঁসি

আজ রাতেই ফাঁসি

নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার শেষ দেখা করতে কারাগারে ঢুকেছেন। সেখানে আছেন তার স্ত্রী, ছেলেসহ ১৭ সদস্য। পাঁচটি গাড়িতে করে রাত ৯টায় কারা ফটকের সামনে আসেন। পরে তারা ভেতরে দেখা করতে যান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যরা এখনো সেখানে পৌঁছাননি। এর আগে আজ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যদের ডাকেন কার কর্তৃপক্ষ। সাধারণত ফাঁসি কার্যকরের আগে দণ্ডপ্রাপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে শেষ সাক্ষাতের সুযোগ দেয়া হয়। দুই পরিবারের সদস্যদেরও আজ ডেকেছে কারা কর্তৃপক্ষ। অন্যদিকে ফাঁসি কার্যকরের জন্য মঞ্চ প্রস্তুতও রাখা হয়েছে। সামিয়ানা দিয়ে ঘিরে রাখা হয়ে মঞ্চ। সেখানে পর্যাপ্ত আলোক সরবরাহের জন্য ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। মঞ্চে লাগানো হয়েছে পাটাতন। জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সিভিল সার্জন ছাড়া সংশ্লিষ্ট অধিকাংশ কর্মকর্তা কারাগারের ভেতরে প্রবেশ করেছেন। এরই মধ্যে অতিরিক্ত আইজি প্রিজনও কারাগারে ঢুকেছেন। দুটি অ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে মাঠে রয়েছে। কাফনের কাপড় ও কফিন বক্স ছাড়া সবই সেখানে মজুদ রাখা হয়েছে। আজ রাতেই ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন ঢাকা ডিএমপির অতিরিক্ত কমিশনার মারুফ হাসান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে এ কথা জানান তিনি। ২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে