শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ১০:০৪:৪৩

রাষ্ট্রপতির সিদ্ধান্ত

রাষ্ট্রপতির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখন সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার করা রাষ্ট্রপতির সিদ্ধান্তের কপিটি। এই দুই নেতার প্রাণভিক্ষার আবেদন ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বঙ্গভবনের একটি ঘনিষ্ঠ সূত্র। এর আগে আবেদন দুটি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় থেকে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে পাঠানো হয়। গুলশানে নিজ বাসভবনে আবেদন দুটি পাওয়ার পর নিজের মত দিয়ে আইনমন্ত্রী গণমাধ্যমে বলেন, ‘আমি আমরা মত দিয়েছি। এখন বাকিটা রাষ্ট্রপতির ব্যাপার।’ শনিবার রাত সাড়ে ৯টায় আদেশ নিয়ে মন্ত্রণালয়ে আনা হয়। এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সরকারি বাসভবন বঙ্গভবনের ওই আবেদন নিয়ে যান আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে আবেদনটি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর মত নেয়ার জন্য গুলশানে তার বাসভবনে নেয়া হয়। সেখানে আইনমন্ত্রী বলেন, আমি আমরা মতামত দিয়েছি। বাকিটা এখন রাষ্ট্রপতির ব্যাপার। ২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে