শনিবার, ০৩ মার্চ, ২০১৮, ০৮:২০:২৯

জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার হামলার ঘটনার পর এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। আহত জাফর ইকবালের অবস্থার সার্বক্ষণিক খোঁজ প্রধানমন্ত্রী রাখছেন বলে জানান তার উপ প্রেস সচিব।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হামলার ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিদের নির্দেশ দিয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে শাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে ত্রিপল-ই বিভাগের এক অনুষ্ঠানে তাকে পিছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত করে ওই যুবক।

আহত অবস্থায় শিক্ষার্থীরা জাফর ইকবালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় হামলাকারীকেও আটক করেন শিক্ষার্থীরা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ হচ্ছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ওই যুবককে আটক করেছে পুলিশ।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে