রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ১২:০৪:২৪

সাকার মেডিকেল সম্পন্ন

সাকার মেডিকেল সম্পন্ন

নিউজ ডেস্ক : আজ রাতেই কার্যকর হচ্ছে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি। সেই পরিপেক্ষিতেই সালাউদ্দিন কাদের চৌধুরীর মেডিকেল চেকআপ সম্পন্ন করা হয়েছে। তাকে তওবা পড়ানোর জন্য কক্ষে প্রবেশ করেছেন কারা মসজিদের ইমাম মাওলানা মনির হোসেন। রাত ১২টার পর ফাঁসি কার্যকর করা হবে। এর আগে শনিবার রাত সোয়া ৮টায় কারা কর্তৃপক্ষ শেষ সাক্ষাতের জন্য ফোনে তার পরিবারের সদস্যদের ডেকে পাঠান। খবর পেয়ে রাত ৯টায় পরিবারের সদস্যরা কারাগারে পৌঁছান। অপরদিকে সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরে কারাগারে প্রবেশ করেছেন ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ ও মো. আশরাফ হোসেন। এর কিছুক্ষণ পর আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এবং ঢাকা জেলা প্রশাসক কারাগারে প্রবেশ করেন। শনিবার রাত ১০টা ১০মিনিটে পৃথকভাবে তারা কারাগারে প্রবেশ করেন। কারা সূত্র জানায়, ফাঁসি কার্যকরের সময় সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, একজন ম্যাজিস্ট্রেট, জেলার নেসার আলম, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ফজলুল কবির, ডেপুটি জেলার সর্বত্তোম দেওয়ান, একজন সিভিল সার্জন, একজন কারা চিকিৎসক, ঢাকার জেলা প্রশাসক, একজন ফটোগ্রাফার ও জল্লাদ ফাঁসির মঞ্চে থাকার কথা রয়েছে। এদিকে দুজনের ফাঁসিকে কেন্দ্র করে কারাগারের আশপাশসহ রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকিও বসানো হয়েছে। টহল দিচ্ছে বিজিপি ও ব্যাবের গাড়ি। এই বিষয়কে কেন্দ্র করে রাজধানীজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ২২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে