রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ১২:৩৯:১৩

জাফর ইকবালের সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন আনিসুল হক

জাফর ইকবালের সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন আনিসুল হক

নিউজ ডেস্ক : জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ছুরিকাঘাতে আহত হয়েছেন। শাবি ক্যাম্পাসে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটলে তাৎক্ষণিক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে তিনি আশাঙ্কামুক্ত। তবে আজ রাতেই তাকে আকাশ পথে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এদিকে এবার জাফর ইকবালের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলতে দেখা গেলো প্রখ্যাত লেখক আনিসুল হককে।

তিনি এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট দিতে গিয়ে  লিখেছেন, ‘মুহম্মদ জাফর ইকবাল স্যারের শারীরিক অবস্থা জানার চেষ্টা করছিলাম। যতদূর জানতে পারলাম, মাথার পেছনের ত্বকে চারটা আঘাত, হাতে আঘাত, পিঠের ডানায় আঘাত। মানে ছুরির কাটা। এমআরআই হয়নি। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কিনা তা পরীক্ষা করা যায়নি।’

‘প্রচুর রক্ত দিতে হয়েছে, চার ব্যাগ। মাথার কাটায় সেলাই দেয়া হয়েছে। পিঠ, হাতের পেছনে, ফিংগার টেন্ডন রিপেয়ার করা হয়েছে। রক্তক্ষরণ বন্ধ হয়েছে। মানুষের দোয়ায় খোদার ইচ্ছায় মাথার ভেতরে রক্তক্ষরণ না হওয়ায় তাঁর জীবন শংকামুক্ত, এই আশা আমরা করতে পারি। তাকে উড়িয়ে ঢাকায় আনা হচ্ছে। আমরা সবাই তার সুস্থতা কামনা করছি। তিনি শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসুন, এই প্রার্থনা আমরা সবাই করি।’

‘আশা করি, তার শরীরের ক্ষত সেরে যাবে, দাগ মুছে যাবে। কিন্তু তার মনে যে আঘাত লাগল, সেটা মুছবে কে? বাংলাদেশের মাথার ওপরে যে আঘাত এলো, তার দাগ মুছবে কে? কবে? কীভাবে? প্রতিবাদ করুন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। ঘৃণা যেন তারে তৃণসম দহে।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে