রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ০১:০১:১৮

বিদেশিদের উপদেশের দিকে তাকিয়ে নেই আ.লীগ : ওবায়দুল কাদের

বিদেশিদের উপদেশের দিকে তাকিয়ে নেই আ.লীগ : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিদেশি কারও উপদেশের দিকে তাকিয়ে নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার প্রচারে শনিবার ঢাকার নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় লিফলেট বিলির পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার পর একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাইছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে তার দেশের অবস্থানের কথা ব্যক্ত করেন।

পরে বৃহস্পতিবার ও শুক্রবার দুটি অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ভূমিকা রাখতে পারেন।

বার্নিকাটের এই বক্তব্যের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের সংবিধান অনুযায়ী অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। দেশের নিয়ম অনুযায়ী দেশে গণতন্ত্র চলবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কারো উপদেশের দিকে তাকিয়ে নেই। আমরা একটি ভালো নির্বাচন করতে চাই।

ওবায়দুল কাদের বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কারও উপদেশ দেয়ার প্রয়োজন নেই। কারণ তারা ধোয়া তুলশী পাতা নয়। তাদের দেশের গণতন্ত্রের অবস্থা সম্পর্কেও আমরা জানি। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে নিজেদের বিবেকের ও দেশের জনগণের চাপে একটি সকলের কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের কৌশল রাজনৈতিক হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে এবং তা সহিংসতাপূর্ণ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপির আন্দোলনের কৌশল রাজনৈতিক হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আর তাদের কৌশল সহিংসতাপূর্ণ হলে জনগণের জান-মাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যা করার দরকার তা করবে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে