রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ১২:৩১:০৩

শেষ দেখার পর কারাগার ছেড়েছেন মুজাহিদের পরিবার

শেষ দেখার পর কারাগার ছেড়েছেন মুজাহিদের পরিবার

নিউজ ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শেষ দেখা করে বের হলেন । রাত সাড়ে ৯টার কিছু পরে পরিবারের মোট সাত সদস্য কারা ফটকে এসে পৌঁছান। পরে রাত পৌনে ১১টার কিছু পরে তারা কারাগারে প্রবেশ করেন। এ সময় সাকা চৌধুরীর পরিবার দেখা করে কারাগারে থেকে বের হন। এদের মধ্যে রয়েছে- মুজাহিদের মন্ত্রী তামান্না ই জাহান, ছেলে আলী আহমেদ মাবরুর, আলী আহমেদ তাহকিক, আলী আহমেদ তাসবিদ, মেয়ে সামিয়া তাসনিন, মুজাহিদের বড় ভাই আলী আফজাল খালেছ, ছোট ভাই আলী আজগর আসলাম প্রমুখ । এর আগে কারাগারে দেখা করতে যান বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবার। পরিবারের ১৮ সদস্য রাত ৯টার দিকে কারা ফটকে পৌঁছান। পরে তাঁরা সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন। এর আগে সন্ধ্যায় সাকা চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পরিবারকে দেখা করার জন্য ডেকে পাঠানো হয়। এটাকেই ‘শেষ দেখা’ বলে মনে করো হচ্ছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বিষয়টি নিশ্চিত করেছেন। ২২ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২০১৫/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে