রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ০৮:৪১:১০

সস্ত্রীক ঢাকায় পৌঁছেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

সস্ত্রীক ঢাকায় পৌঁছেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক : তিনদিনের সফরে সস্ত্রীক বাংলাদেশে এসে পৌঁছেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। আজ রোববার বিকাল ৩টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাদের অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ও ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রেসিডেন্টের কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, পররাষ্ট্র সচিব শহীদুল হক, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী প্রমুখ।

বিমানবন্দরে অবতরণের পর ভিয়েতনামের প্রেসিডেন্টকে ২১ বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয়। পরে তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট দাই কুয়াংকে হোটেল সোনারগাঁওতে নিয়ে যাওয়া হয়। সফর কালীন তিনি সেখানেই অবস্থান করবেন।

সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ধানমণ্ডিতে যাবেন।

এছাড়া, প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভিয়েতনামের প্রেসিডেন্টের। গত ১৪ বছরে এটাই ভিয়েতনামের কোনো রাষ্ট্রপ্রধানের বাংলাদেশে প্রথম সফর।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে