রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০২:৫৭:১৫

ফাঁসি কার্যকরের পর জামায়াতের প্রতিক্রিয়া

ফাঁসি কার্যকরের পর জামায়াতের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকারের পর এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। প্রতিক্রিয়াতে এই ফাঁসি কার্যকরকে তারা “জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তার সাথে তামাশা করা হয়েছে” বলে অভিযোগ জানায় দলটি। শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ যুদ্ধাপরাধীর ফাঁসিতে ঝুলানোর পর গভীর রাতে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। ওই বিবৃতিতে তিনি সোমবার হরতাল এবং রোববার গায়েবানা জানাজার কর্মসূচির ঘোষণা দেন। মকবুল আহমাদ তার বিবৃতিতে বলেন, ‘মুজাহিদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমি সরকারের এহেন নোংরা রাজনীতির তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’ মকবুল বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মুজাহিদের সাথে যে তামাশা করা হয়েছে এবং মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন বলে যে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে তাতে দেশবাসী ক্ষুব্ধ। মুজাহিদের সাথে তার পরিবারের সদস্যরা শেষ সাক্ষাৎ করে কারাগার থেকে বেরিয়ে এসে সুস্পষ্টভাবে বলেছেন যে, তিনি রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করেননি, ক্ষমা প্রার্থনা করেননি এবং প্রাণভিক্ষাও চাননি।’ ২২ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২০১৫/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে