মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮, ০৩:৫২:৩০

‘মিয়ানমার বড্ড বেড়ে যাচ্ছে, জবাব দেয়া উচিত’

 ‘মিয়ানমার বড্ড বেড়ে যাচ্ছে, জবাব দেয়া উচিত’

নিউজ ডেস্ক: হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেন, মিয়ানমার বড্ড বেড়ে যাচ্ছে। সময় থাকতে তাদের উচিত জবাব দেয়া দরকার। দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। তারা সীমান্তে সেনা বাড়াচ্ছে এবং বাঙ্কার খনন করছে।

সোমবার বেলা ৩টায় আমীরের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানানো হয়। এ সময় তিনি মিয়ানমারের এমন বলদর্পী আচরণের বিষয়ে দেশবাসী ও সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান।
 
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে গায়ে পড়ে গণ্ডগোল লাগানোর চেষ্টা চালাচ্ছে। এভাবে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে যাতে ফেরত নিতে না হয়, সেজন্যই এ ধরনের বিতর্ক ও প্রতিবন্ধকতার পাঁয়তারা চালাচ্ছে তারা।

এ ব্যাপারে বাংলাদেশকে সতর্কভাবে পদক্ষেপ নিতে এবং সাহসিকতার পরিচয় দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে