বুধবার, ০৭ মার্চ, ২০১৮, ১২:২০:২৬

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন সিনিয়র নেতারা

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন সিনিয়র নেতারা

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাতের অনুমতি পেয়েছেন দলটির সিনিয়র নেতারা। আজ বুধবার বিকাল ৩টায় নাজিমউদ্দিন রোডের পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তারা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কারাবন্দি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত করতে যাবেন একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে সদস্যরা স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

বিষয়টি নিশ্চিত করে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমি শুনেছি বুধবার আমাদের চেয়ারপারসনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের কুশল বিনিময়ের জন্য সাক্ষাতের অনুমতি পাওয়া গেছে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে