বুধবার, ০৭ মার্চ, ২০১৮, ০১:১৫:০৬

আজ দেশবাসীকে চারটি বিশেষ বার্তা দেবেন শেখ হাসিনা

আজ দেশবাসীকে চারটি বিশেষ বার্তা দেবেন শেখ হাসিনা

রফিকুল ইসলাম রনি : রাজধানীতে আজ স্মরণকালের সেরা শোডাউন করার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐহিত্যের স্বীকৃতি পাওয়ায় এ সমাবেশের আয়োজন করেছে দলটি। নির্বাচনী বছরে রাজধানীতে এটিই হবে আওয়ামী লীগের প্রথম জনসভা।

তাই লোক সমাগমের দিক থেকে দলীয় নেতারা ভাঙতে চান অতীতের সব রেকর্ড। এ জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নির্বাচন সামনে রেখে দল ও দেশবাসীকে চারটি বিশেষ বার্তা দেবেন বলে দলীয় নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।

দলের একাধিক নেতা জানান, আজকের ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকা, সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী কার্যক্রম জোরদার করতে পাড়া-মহল্লায় কমিটি গঠন এবং উন্নয়নের ধারাবাহিকতার প্রয়োজনে আওয়ামী লীগকে পুনরায় সুযোগ দেওয়ার আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দলীয় নেতা-কর্মীদের আওয়ামী লীগকে শক্তিশালী করারও নির্দেশনা দেবেন তিনি।

সব বিভেদ ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তিনি আহ্বান জানাবেন। এরই মধ্যে বিভাগীয় সফর শুরু করেছেন শেখ হাসিনা। গত ৩০ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও জনসভার মধ্য দিয়ে তাঁর নির্বাচনী জনসভা শুরু হয়। রাজশাহী, বরিশাল ও খুলনায় জনসভা করেছেন তিনি। আগামী ২১ মার্চ চট্টগ্রাম এবং ৫ এপ্রিল তাঁর ময়মনসিংহ সফর করার কথা। আজকের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, কয়েক লাখ লোক সমাগম ঘটানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে তাদের।

রাজধানীতে প্রথম নির্বাচনী জনসভায় কী বার্তা দেবেন দলীয় সভানেত্রী জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য বলেন, ‘আমরা ধারণা করছি, আজকের জনসভা থেকে একাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা, জঙ্গি-সন্ত্রাসবিরোধী জোরদার ও এই কার্যক্রমে সরকারকে সহায়তা করা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন তিনি।’

ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘সরকারের এ মেয়াদে এটাই শেষ ৭ মার্চ পালন। ফলে আগামী নির্বাচনের জন্য বিশেষ বার্তা দেশবাসীর কাছে পৌছে দেবেন দলীয় সভানেত্রী। মূলত নির্বাচনী বার্তাই হবে আজকের শোডাউনের মাধ্যমে।’ দিনটি উপলক্ষে সকালে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর দলীয় নেতা-কর্মীরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় শুরু হবে জনসভার কর্মসূচি। বেলা ২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ প্রসঙ্গে দলের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শিল্পী মমতাজ বেগম, রথীন্দ্রনাথ রায়, শফি মণ্ডল, আলম দেওয়ান, তমালিকা চক্রবর্তী, লালন শিল্পী বর্ষা সংগীত পরিবেশন করবেন। বিকাল ২টায় শুরু হবে আলোচনা পর্ব। শুরুতেই কবি নির্মলেন্দু গুণ ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতা আবৃত্তি করবেন।’

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন নিজেদের সাংগঠনিক দক্ষতার জানান দিতে আজ প্রস্তুত। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আজকের জনসভাকে ভিন্ন রূপ দিতে ব্যতিক্রমী আয়োজন করেছে। নির্বাচনী বছরে ঢাকায় প্রথম জনসভা থেকে নৌকার ঢেউ তুলবেন তারা। এ জন্য লাল-সবুজের হাজার হাজার নৌকা তৈরি করা হয়েছে।

৩৫ হাজার সবুজ গেঞ্জি, সুবজ ক্যাপ পরিহিত যুব নেতারা মাঠে নৌকার মাঝি সেজে বসে থাকবেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীসহ দলের সিনিয়র নেতাদের বক্তব্যের সময় নৌকার ঢেউ তোলা হবে। প্রায় দুই ফুট লম্বা ও পৌনে এক ফুট চওড়া এই নৌকা ফাইবার দিয়ে তৈরি।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, যুবলীগ চেয়ারম্যানের নির্দেশে আমরা আজকের এই বিশেষ দিনকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে এই ব্যতিক্রমী আয়োজন করেছি। জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দশ মাস বাকি আছে। তাছাড়া নির্বাচনী বছরে প্রথম জনসভা হবে আজ। এই জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগসহ প্রতিটি সংগঠন টানা কয়েক দিন পরিশ্রম করেছে।

তিনি বলেন, হাজার হাজার নৌকা তৈরি করেছি। এই জনসভা থেকেই সংসদ নির্বাচনে নৌকার ঢেউ তুলতে চাই। জানতে চাইলে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, জাতির জনকের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটি আজকের তাৎপর্য ভিন্ন। সে কারণে যুবলীগ ব্যতিক্রমী শোডাউনের আয়োজন করেছে।

ঐতিহাসিক দিনকে বিশেষ মর্যাদায় পালন ও জনসভাকে দৃষ্টিনন্দন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকের জনসভা থেকে আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে জানিয়ে দিতে চাই, দেশের যুবসমাজ আপনার সঙ্গে আছে। আগামীতেও রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। বিডি প্রতিদিন
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে