রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৭:৫৬:৪৪

বাবার কবরের পাশেই শায়িত মুজাহিদ

বাবার কবরের পাশেই শায়িত মুজাহিদ

নিউজ ডেস্ক : বাবার কবরের পাশেই দাফন করা হয়েছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝোলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে। ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে মুজাহিদের বাড়ির পাশে তার বাবার নামে স্থাপিত মাওলানা আব্দুল আলী ফাউন্ডেশন চত্বরে জানাজার পর সকাল সোয়া ৭টার দিকে সেখানেই তাকে দাফন করা হয়। এর আগে সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে তার মরদেহবাহী গাড়ির বহরটি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে নিজ বাড়িতে পৌঁছায়। পরে মাওলানা আব্দুল আলী ফাউন্ডেশন চত্বরে জানাজার জন্য মরদেহ নেয়া হয়। সকাল ৭টার দিকে জানাজা শেষে উপস্থিত স্বজন ও নেতাকর্মীদের মরদেহ দেখানো হয়। এসময় মুজাহিদের পরিবারের সদস্য ও স্বজনরা ছাড়াও জামায়াত-শিবিরের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে রাত ৩টার দিকে কবর তৈরির কাজ শেষ হয়। তারপর থেকে স্বজন ও দলীয় নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন মরদেহের জন্য। এর আগে রাত ১২ টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাত ৩টার দিকে দুটি অ্যাম্বুলেন্সে করে মুজাহিদের মরদেহ ঢাকা থেকে ফরিদপুরের দিকে রওনা দেয়া হয়। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুজাহিদের নিজ জেলা ফরিদপুরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পুলিশ, আর্ডম পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকে গোয়ান্দা রয়েছেন তৎপর। শহরে পুলিশের টহলও জোরদার করা হয়েছে। মুজাহিদের বাড়ি ও এর আশপাশের এলাকায় রয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। মূল সড়ক থেকে মুজাহিদের বাড়ি প্রবেশের সংযোগ সড়কের সম্মুখেই রয়েছে পুলিশের শক্ত অবস্থান। সেখানে সাধারণের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। ২২ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২০১৫/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে