বুধবার, ০৭ মার্চ, ২০১৮, ০৭:১১:৫১

সোহরাওয়ার্দীতে ১২ মার্চের জনসভা নিয়ে মওদুদকে যা বললেন খালেদা জিয়া

সোহরাওয়ার্দীতে ১২ মার্চের জনসভা নিয়ে মওদুদকে যা বললেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : কারো উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার কারাগারে খালেদার সাথে সাক্ষাত শেষে বেরিয়ে এসে একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন ৩টার দিকে কারাগারে ঢোকেন দলের শীর্ষ ৮ নেতা। পরে সাড়ে চারটায় বের হয়ে যান।

কারাগার থেকে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, নেত্রী সাহসিকতার সঙ্গে সব কিছুই মোকাবেলা করছেন। তিনি আমাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন, তার মনোবল অত্যন্ত উঁচু রয়েছে। শরীরের অবস্থাও ভালো। দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। শান্তিপূর্ণভাবে আন্দোলন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একদিন সত্য প্রতিষ্ঠিত হবেই।

শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়ে মহাসচিব বলেন, তারা (পুলিশ) আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছে। খালেদা জিয়া এ ধরনের উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেছেন।

মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়ারকে কারাগারে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, জামিন ঠেকাতে সরকার নানা ধরনের কূটকৌশল করেছে। এর বিরুদ্ধে আমরা আইনিভাবে ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক পদক্ষেপ নেব।

ফখরুল আরও বলেন, নেত্রী কারাগারে থাকায় যৌথ নেতৃত্বে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি।

এসময় এক প্রশ্নে জবাবে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ১২ মার্চের জনসভার জন্য নেত্রী আমাদের অনেক দিক নিদের্শনা দিয়েছেন এবং সব কিছুই শান্তিপূর্ণভাবে পালন করার নির্দেশ দিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও অনুমতিক্রমে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ, জমিরউদ্দিন সরকার, ড. মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু ও আব্দুস সাত্তার।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে