সোমবার, ১২ মার্চ, ২০১৮, ০৪:৫৭:০২

গতি কন্ট্রোল করতে না পারায় ছিটকে পড়ে বিমানটি

গতি কন্ট্রোল করতে না পারায় ছিটকে পড়ে বিমানটি

নিউজ ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না বলে জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ।

যদিও সংস্থাটির কোনো দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, ত্রিভুবন বিমানবন্দরটি একটি ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। যদিও এ দুর্ঘটনায় বিমানের কোনো টেকনিক্যাল ফল্ট ছিল না।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে পাইলট ল্যান্ডিংয়ের সময় গতি কন্ট্রোল করতে না পারায় এটি ছিটকে পড়ে। পাইলট ক্রুসহ ৬৭ জন চেক ইন করে বিমানে উঠেছিল। কিছুক্ষণের মধ্যে আমাদের ২০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল নেপাল রওনা হচ্ছে।

কাঠমাণ্ডুতে ইউএস বাংলার বিধ্বস্ত বিমান থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ৫ জন ক্রু সহ ৭৩ জন আরোহী ছিল। বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো নিশ্চত হওয়া যায়নি।

বেলা সোয়া দুইটার দিকে কাঠমাণ্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। দূর থেকে বিমানটি থেকে প্রবল ধোঁয়া উঠতে দেখা যায়। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পূর্ব দিকে বিমানটি ল্যান্ড করার সময় পাশের রানওয়ের বাইরে একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়।

নেপালের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের মহাপরিচালক সানজিব গৌতম বলেন, রানওয়েতে অবতরণের চেষ্টার সময় বিমানটির পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ইউএস-বাংলার বিমানটিকে বিমানবন্দরের দক্ষিণ-প্রান্ত থেকে রানওয়েতে অবতরণের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু বিমানটি বিমানবন্দরের উত্তর অংশ থেকে অবতরণের চেষ্টা করে। এ সময় হঠাৎ বিমানটিতে আগুন ধরে যায়। পরে বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে