সোমবার, ১২ মার্চ, ২০১৮, ০৬:০০:১৩

হতাহতের বিষয় নিয়ে যা বলছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ

হতাহতের বিষয় নিয়ে যা বলছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমান বিধ্বস্তের পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম, মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশন) কামরুল ইসলাম বলেন, ক্যাপ্টেন লুৎফরসহ আরও একজন নেপালের উদ্দেশে রওনা হয়েছেন। তারা দুর্ঘটনার বিষয়ের ওপর খোঁজ-খবর নিয়ে আমাদের জানাবেন। এরপর সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স কার্যালয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, সাড়ে তিন বছরে আমরা ৩৬ হাজার ফ্লাইট পরিচালনা করেছি। আগে কখনও এমনটি হয়নি।

তবে এ বিষয়ে নেপালের সিভিল এভিয়েশন এবং দুর্ঘটনায় পতিত বিমানের ব্লাক বক্স উদ্ধারের পর জানা যাবে। ‘আমাদের ধারণা এটি একটি দুর্ঘটনা’- বলেন তিনি।

দুর্ঘটনার পতিত বিমানে বাংলাদেশি ৩২, নেপালি ৩৩, চাইনিজ ও মালদ্বীপের এক যাত্রী ছিলেন বলেও তিনি উল্লেখ করেন। তবে এর আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বিমানটিতে ৩৩ বাংলাদেশি যাত্রীর কথা উল্লেখ করেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে