মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮, ১২:২৫:৫৪

বিধ্বস্তের আগে কন্ট্রোলরুমে সর্বশেষ যা বলেছিলেন পাইলট

বিধ্বস্তের আগে কন্ট্রোলরুমে সর্বশেষ যা বলেছিলেন পাইলট

নিউজ ডেস্ক : ত্রিভুবন বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পরে বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত পাইলটের সঙ্গে কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ ছিল। সর্বশেষ পাইলট জানিয়েছিলেন কোনো সমস্যা নেই। তবে তিনি বিমানটিকে একটি নির্দিষ্ট দিকে অবতরণ করাতে চাইছিলেন।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক রাজ কুমার ছেত্রি বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজ কুমার ছেত্রি বলেন, বিমানটি অবতরণের অনুমতি পাওয়ার পর পাইলট বলেন, তিনি উত্তর দিকে অবতরণ করতে চান। তখন কন্ট্রোল টাওয়ার থেকে তার কাছে জানতে চাওয়া হয়, কোনো সমস্যা আছে কি না। জবাবে পাইলট বলেছিলেন, কোনো সমস্যা নেই।

কিন্তু বিমানটি অবতরণের আগে দুবার আকাশে চক্কর দেয়। তখন নিয়ন্ত্রণকক্ষ থেকে আবারো জানতে চাওয়া হয়, সবকিছু কি ঠিক আছে? তখনও পাইলট জানান, ঠিক আছে। এরপর অবতরণে অসংগতি দেখে নিয়ন্ত্রণ টাওয়ার থেকে পাইলটকে জানানো হয়, বিমানটি ঠিকভাবে অবতরণ করছে না। কিন্তু পাইলটের কাছ থেকে আর কোনো উত্তর পাওয়া যায়নি।

মহাব্যবস্থাপক বলেন, অবতরণের সময় বিমানটি যথাযথ নির্দেশনায় থাকা উচিত ছিল। কিন্তু কোনো কারণে ওই নির্দেশনায় ছিল না। একপর্যায়ে উড়োজাহাজটি বিমানবন্দরের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে ও সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

নেপালের ত্রিভুবন বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে দেয়া ভুল বার্তার কারণে সোমবার বিমান দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। সন্ধ্যা ৭টার দিকে ঢাকাস্থ ইউএস বাংলার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

ইমরান আসিফ বলেন, বিমানের ক্যাপ্টেনের সঙ্গে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে ভুল বার্তা দেয়া হয়েছিল। ইতিমধ্যে এর অডিও বার্তা ইউটিউবে প্রকাশ করা হয়েছে। যে কেউ ইউটিউবে গেলে সেটি শুনতে পারবেন।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে