রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৬:১৩:০৬

‘চিঠিতে যা-ই লেখা থাকুক বিতর্কের জায়গা নেই’

‘চিঠিতে যা-ই লেখা থাকুক বিতর্কের জায়গা নেই’

ঢাকা : বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষা নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। আসামিরা প্রাণভিক্ষা চান, এর মধ্যদিয়ে প্রকারান্তরে আদালতের ন্যায্যতা ও তাদের অপরাধ স্বীকার করে নিলেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী বলেন, প্রাণভিক্ষার চিঠি নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। স্বাক্ষর করেই তারা চিঠি পাঠিয়েছেন। দুই জঘন্য অপরাধীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি গ্রাহ্য করেননি। তিনি বলেন, এরপরই সাজা কার্যকর করা হয়েছে। সুতরাং প্রাণভিক্ষার আবেদনকে যেভাবেই বলার চেষ্টা করুক না কেন, সেই চিঠিতে যাই লেখা থাকুক না কেন; শেষ কথাটা হচ্ছে রাষ্ট্রপতির প্রাণভিক্ষা। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি শনিবার রাতে কার্যকর করা হয়। জাসদ সভাপতি ইনু বলেন, দুটি রায় কার্যকর করতে আইনের সব প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে ধাপে ধাপে সময় নিয়ে সম্পন্ন করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের জন্য ১০ দিন কম পাঁচ বছর সময় লেগেছে। আর মুজাহিদের জন্য চার বছর ছয় মাস সময় লেগেছে। তিনি বলেন, এটা কোনো গোপন বিচার ছিল না। কোনো দ্রুত বিচার ট্রাইব্যুনালও ছিল না। তড়িঘড়ি কোনো বিচার ব্যবস্থা ছিল না। এ বিচার ব্যবস্থায় অভিযুক্তদের আপিলের সুযোগ ছিল। আইনগত সব সুযোগ-সুবিধা আসামিরা পেয়েছেন। এ বিচারকে ২০১৫ সালের চোখ দিয়ে না দেখে ১৯৭১ সালের চোখ দিয়ে দেখার অনুরোধ জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, তাহলে এ দু’জন ঘৃণ্য অপরাধীর দুষ্কর্মের ঘটনা সম্পর্কে আপনারা জানতে পারবেন। যারা বলছেন এটা বিরোধী দলকে দমনের প্রক্রিয়া। আমি তাদের উদ্দেশ্যে বলছি- বিরোধীদলের বিরুদ্ধে পদক্ষেপ নয়, জঘন্য ঘৃণিত সাজাপ্রাপ্ত অপরাধীর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ। ২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে