বুধবার, ১৪ মার্চ, ২০১৮, ০২:১৩:৩৫

হঠাৎ কেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে ইউএস বাংলা কর্তৃপক্ষ?

হঠাৎ কেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে ইউএস বাংলা কর্তৃপক্ষ?

নিউজ ডেস্ক : নেপালে বিমান বিধ্বস্তে নিহতদের মৃতদেহ দেশে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। আজ বুধবার বারিধায় ইউএস বাংলার কার্যালয়ে সকাল ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে আশঙ্কার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে এ আহবান জানান ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। কিন্তু হঠাৎ কেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে ইউএস বাংলা কর্তৃপক্ষ?

তিনি জানান, গত মঙ্গলবার থেকে নেপালে লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে লাশ শনাক্তে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। কারণ বেশিরভাগ লাশই আগুনে পুড়ে গেছে। তাই শানাক্তকরণ প্রক্রিয়া অনেক দীর্ঘ।

১৫ পাতার একটি ফর্ম পূরণ করতে হয়। সেটা দেখে লাশ শনাক্ত করতে না পারা গেলে ডিএনএ টেস্ট করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে নিহত ব্যক্তির স্বজন সেখানে উপস্থিত থাকা জরুরি। তা না হলে ডিএনএ টেস্টও সম্ভব হবে না। ফলে লাশ হস্তান্তরে একটি দীর্ঘ সময় ব্যয় হতে পারে।

তিনি আরও বলেন, আমাদের বিমানমন্ত্রী সেখানে আছেন। নেপালের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই দীর্ঘ প্রক্রিয়া দ্রুত সমাধান করবেন বলে আশা করছি। এ বিষয়ে আমরা তার হস্তক্ষেপ কামনা করছি।

আক্ষেপ ব্যক্ত করে এসময় তিনি বলেন, আমাদের প্রশাসনের লোকজন যেভাবে কাজ করে নেপালের প্রশাসন সেভাবে কাজ করে না। আমাদের হাতে যথেষ্ট ফ্লাইট আছে। শনাক্তকরণ হলে আমরা দ্রুত লাশ দেশে নিয়ে আসতে প্রস্তুত আছি। প্রয়োজনে আহতদের অন্য দেশে সুচিকিৎসার ব্যবস্থাও আমরা করবো।

তিনি বলেন, নিহতদের স্বজনের মধ্যে যাদের পাসপোর্ট নেই তারা যোগাযোগ করলে ইউএস বাংলা নিজ খরচে পাসপোর্ট করে তাদের নেপালে নিয়ে যাবে। সোমবার ৬৭ আরোহী নিয়ে ঢাকা থেকে রওনা হওয়া ইউএস-বাংলার উড়োজাহাজটি কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজটির ৪৯ যাত্রী নিহত হন, যার ২৬ জন বাংলাদেশি।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে