সোমবার, ১৯ মার্চ, ২০১৮, ০৭:৫৬:৫০

খালেদার জামিন স্থগিতের খবরে ক্ষিপ্ত হয়ে এ কী বললেন বিএনপির এই বিশেষ দূত!

খালেদার জামিন স্থগিতের খবরে ক্ষিপ্ত হয়ে এ কী বললেন বিএনপির এই বিশেষ দূত!

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগের দেয়া আদেশকে নজিরবিহীন বলে দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের মধ্যে বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা এবং বিএনপির বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদী হলেন অন্যতম।

তিনি খালেদা জিয়ার জামিন স্থগিতের কথা শুনে ক্ষিপ্ত হয়ে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘প্রমাণিত ৬ কোটি টাকা আত্মসাতের দুর্নীতি মামলার রায়ে আপীল বিভাগ পর্যন্ত গিয়ে ১৩ বছরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত মোফাজ্জল হোসেন মায়া জেলে না থেকে বহাল তবিয়তে মন্ত্রিত্ব করে যাচ্ছেন।’

‘অন্যদিকে যে মামলায় দেশমাতা বেগম খালেদা জিয়ার কোন সংশ্লিষ্টতা নেই, তার স্বাক্ষর করা কোন আদেশ নেই, সর্বোপরি কথিত দুর্নীতির সমূদয় অর্থ ব্যাংকে গচ্ছিত অবস্থায় তিনগুণ হয়েছে, সেই মামলায় ‘গনতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়াকে কেবল জেলেই পাঠানো হয়নি, সরকারী ইশারায় তার প্রাপ‌্য জামিন থেকেও তাকে বঞ্চিত করছে অবৈধ হাসিনা সরকারের সর্বোচ্চ আদালত। আর আমরা শান্তিপূর্ণ কর্মসুচি পালন করি। সব সম্ভবের দেশ বাংলাদেশ।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে