মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮, ১১:০৫:৩৩

নেপালে করুণ পরিণতিঃ শেষ বিদায় জানাতে আর্মি স্টেডিয়ামে এসেছেন মেহেদিও

নেপালে করুণ পরিণতিঃ শেষ বিদায় জানাতে আর্মি স্টেডিয়ামে এসেছেন মেহেদিও

ঢাকা : এর আগে কখনো বিদেশেই যাননি মেহেদি হাসান। তাই হয়ে ওঠেনি উড়োজাহাজে ভ্রমণও। পরিবারের পাঁচজন মিলে যাচ্ছিলেন নেপালে। কিন্তু স্বপ্নেও ভাবেননি এমন পরিণতি হবে।

সোমবার প্রিয়জনদের জানাজায় অংশ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আর্মি স্টেডিয়ামে এসেছেন মেহেদি। শারীরিক অবস্থা তেমন একটা সুবিধাজনক নয় তারপরও নিজের ভাই আর ভাতিজাকে শেষ বিদায় জানাতে এসেছেন।

মেহেদি বলেন, উড়োজাহাজের পেছনের দিকের পাঁচটি আসনে পাশাপাশি বসেছিলেন সবাই। সে বসেছিল জানালার পাশে। বিধ্বস্ত হওয়ার ১০ থেকে ১৫ মিনিট আগে অবতরণের ঘোষণা দেওয়া হয়। সবাইকে সিট বেল্ট বাঁধতে বলা হয়। সবাই সিট বেল্ট বাঁধেন। ঘোষণা দেওয়ার পরপরই সে জানালা দিয়ে দেখেন ল্যান্ডিং গিয়ার বের হয়েছে।

উড়োজাহাজটি অনেক নিচু দিয়েই উড়ছিল বেশ কয়েক মিনিট ধরে। সবই স্বাভাবিক ছিল। প্রথমে ভূমি স্পর্শ করে ছিটকে পড়ে উড়োজাহাজটি। ভেঙে যায়। সে ও তাঁর স্ত্রী সামনের ভাঙা অংশ দিয়ে নামতে পারেন। নিচে নেমেই কয়েকজনকে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধারকারীরা এসে তাঁদের নিয়ে যান।

উল্লেখ্য, গত সোমবার ইউএস-বাংলার বিএস-২১১ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন ৫১ জন।
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে