মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮, ০১:৪৪:০৬

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করে যা বললেন বিএনপির নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করে যা বললেন বিএনপির নেতারা

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিএনপির তিন নেতা। মঙ্গলবার ১০টা ৫০ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যর প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অন্য দুই সদস্য ছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করে যা বললেন বিএনপির নেতারা:- বর্তমান সরকারের দুই মেয়াদে এই প্রথম কোন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপি নেতৃবৃন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাঁদের তাঁর কামরার দরজা থেকে রিসিভ করে সোফায় বসান। চা পানে আপ্যায়িত করেন তিন নেতাকে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘সব জায়গায় আপনার প্রশংসা শুনি। আপনি কোনো বিতর্কের মধ্যে নেই। ভালো লাগে।’ মেজর (অব.) হাফিজ বলেন ‘বাড়তি কথা না বলে আপনি প্রশংসা কুড়িয়েছেন। আপনার কোন দূর্নামও নেই।’ স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানিয়ে বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বড় দায়িত্ব দিয়েছেন। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করি।’

প্রশংসা পর্বের পর আসে মূল প্রসঙ্গ। ২৯ মার্চ বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় অথচ ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনুমতি দিচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন। তারপর আশ্বাস দেন যে তিনি এ ব্যাপারে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলবেন। জানবেন সমস্যা কোথায়।

ডিএমপি কমিশনারের সঙ্গে টেলিফোনে কথাও বলেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘কিছু নেগেটিভ ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে। এজন্য পুলিশ অনুমতি দেয়নি।’ তবে তিনি বিষয়টি আরো খতিয়ে দেখার আশ্বাস দেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রধান দরজা দিয়েই তাঁদের বিদায় দেন। কোনো আশ্বাস না পেলেও, স্বরাষ্ট্রমন্ত্রীর আতিথ্যে মুগ্ধ বিএনপির তিন নেতাই। -বাংলা ইনসাইডার

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে