বুধবার, ২৮ মার্চ, ২০১৮, ০৭:২৩:১৭

হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন তারা

হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন তারা

নিউজ ডেস্ক : নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরছেন। ছাড়পত্র পাওয়ার পর আজ বুধবার বিকাল মেহেদী হাসান, তার স্ত্রী কামরুন নাহার ঝরনা এবং শেখ রুবায়েত আহমেদ বাড়ি উদ্দেশে রওনা হন।

বিকালে ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনজনকে রিলিজ দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা মোটামুটি ভালো। তবে তাদের ফলোআপে থাকতে হবে। বাড়িতে ফিরে বিশ্রাম নিলে তাদের শারীরিক অবস্থা আরও ভালো হবে।

১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় চার ক্রুসহ বিমানের ৭১ জনের সবাই হতাহত হয়েছেন। তাদের মধ্যে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি, ১ জন চীনাসহ ৪৯ জন নিহত হন। আর ১০ বাংলাদেশি, ৯ নেপালি, ১ মালদ্বীপের নাগরিকসহ ২০ জন আহত হন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে