বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮, ০৭:৪০:২৩

চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, যশোর ও বরিশালের ইংরেজি বানান সংশোধন

চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, যশোর ও বরিশালের ইংরেজি বানান সংশোধন

নিউজ ডেস্ক :  মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দেশের পাঁচ জেলা চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর এবং বগুড়ার ইংরেজি বানান সংশোধনের জন্য একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর মন্তব্যসহ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

জানা গেছে, জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধিবিধান বা নীতিমালা না থাকায় নতুন বিভাগ, জেলা-উপজেলা সৃজন, নামকরণ ও নাম পরিবর্তনের জন্য নিকার সভায় অনুমোদন বা বিবেচনা করা হয়ে থাকে।

বর্তমান ইংরেজি বানান Chittagong এর পরিবর্তে Chattagram, Comilla এর পরবির্তে Kumilla, Barisal এর পরিবর্তে Barishal, Jessore এর পরিবর্তে Jashore এবং বগুড়ার ইংরেজি Bogra এর পরিবর্তে ইধমঁত্ধ করার প্রস্তাব পাঠানো হয়েছে।

এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আটটি এবং লাকসাম উপজেলার একটি ইউনিয়ন নিয়ে গঠিত লালমাই উপজেলার সদর দফতর স্থাপনের স্থান পরিবর্তন করার প্রস্তাবও নিকার সভায় উঠছে। ইতিপূর্বে সিদ্ধান্ত ছিল লালমাই উপজেলা সদর স্থাপন করা হবে ৪৭ নম্বর জয়নগর মৌজায়।

কিন্তু এই সিদ্ধান্ত পরিবর্তন করে এখন ৩৬ নম্বর উত্তর ফতেপুর মৌজার ২৮ দাগের মোট ছয় একর জমির ওপর উপজেলা সদর দফতর স্থাপনের প্রস্তাব করা হবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে