শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮, ০২:৫২:১৬

এবার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা বললেন কাদের

এবার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা বললেন কাদের

নিউজ ডেস্ক : এবার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা বললেন কাদের:- বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার কোনো কার্পণ্য করবে না।

চিকিৎসকদের বোর্ড যদি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার জন্য পরামর্শ দেন তাহলে তাই করা হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে কাদের এ কথা জানান।

এর আগে শুক্রবার সকালে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি শঙ্কিত উল্লেখ করে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করানোর দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া যদি অসুস্থ হয়ে থাকেন, তার যে অসুস্থতা, তার জন্য নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেবে সরকার। দেশেই সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে।

বিএনপি প্রধান কারাগারে রয়েছেন বলে সরকার তার সঙ্গে অমানবিক আচরণ করছে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনে বিদেশেও পাঠানো হবে।

এক প্রশ্রের জবাবে কাদের বলেন, আজকের সভায় সম্প্রতি হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, পৌরসভা নির্বাচন ও বার কাউন্সিল নির্বাচন এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ১৭ এপ্রিল, মুজিব নগর দিবস এবং পহেলা বৈশাখ নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল (শনিবার) কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে