শনিবার, ৩১ মার্চ, ২০১৮, ১০:৩০:৪৪

খালেদা জিয়ার চেয়ারে খন্দকার মোশাররফ!

খালেদা জিয়ার চেয়ারে খন্দকার মোশাররফ!

ঢাকা: এতোদিন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে সাধারণত প্রধান অতিথি হিসেবে আসনে থাকতেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনকি বিগত দিনে কোনো কারণে দলের কোনো অনুষ্ঠানে খালেদা জিয়া উপস্থিত হতে না পারলেও তার প্রতি সম্মান দেখিয়ে চেয়ারটি খালি রাখা হতো। কিন্তু তিনি কারাবন্দি হওয়ার পর এই প্রথমবার সেই রীতিতে পরিবর্তন আনলো দলটি।

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় খালেদার চেয়ারে বসানো হলো দলটির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে। বিষয়টি শীর্ষ নেতারা স্বাভাবিকভাবে নিলেও সাধারণ নেতাকর্মীদের অনেকে বিষয়টিকে আড়চোখে দেখছেন।

এদিন খালেদা জিয়ার চেয়ারে বসে খন্দকার মোশাররফ বলেন, শেখ হাসিনা জোর করিয়ে হাত তুলিয়ে ভোটের ওয়াদা করাচ্ছেন। আর বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে। এটা স্বৈরাচারী সরকারের কাজ। গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না।

তিনি বলেন, এটা কারো ডিনাই করা বা অস্বীকার করার সুযোগ নেই। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা ঐতিহাসিক সত্য। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে জমির উদ্দিন সরকার, মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহামুদ চৌধুরী, আহমেদ আজম খান, এজেড এম জাহিদ হোসেন, শাজাহান ওমর, আব্দুস সালাম প্রমুখ বক্তৃতা করেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে