মঙ্গলবার, ০৩ এপ্রিল, ২০১৮, ০৫:৫৯:২৮

আসছে পহেলা বৈশাখী অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আসছে পহেলা বৈশাখী অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: এবছর সারা দেশে বাংলা নববর্ষের অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া বৈশাখী উৎসবে ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ড রুখতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি উন্মুক্ত স্থানে অনুষ্ঠান চলাকালে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল কাজ করবে।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা জানান। তিনি বলেন, রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। কেবল রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া পহেলা বৈশাখের অনুষ্ঠানে মুখোশ ব্যবহার করা যাবে না, বাজানো যাবে না ভুভুজেলা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে