মঙ্গলবার, ০৩ এপ্রিল, ২০১৮, ০৯:২৮:০৫

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একজন দখলদার সন্ত্রাসী : এরদোয়ান

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একজন দখলদার সন্ত্রাসী : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক ফেডেরিকা মোঘেরিনি এই হত্যাযজ্ঞের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি দখলদার সন্ত্রাসী। ফিলিস্তিনি ভূখণ্ডে তিনি একজন দখলদার হিসেবেই অবস্থান করছেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল যা করছে তা ইতিহাসের অংশ হবে এবং আমরা তা কখনও ভুলবো না।’

এদিকে, ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে আরব লিগ। মঙ্গলবার এ ঘটনায় কায়রোতে সংস্থাটির এক জরুরি বৈঠক থেকে এ নিন্দা জানানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে