মঙ্গলবার, ০৩ এপ্রিল, ২০১৮, ১০:৪৩:২৪

মুসলমানরা ভালো কিছু করলে তাদের চোখে পড়ে না : আসিফ নজরুল

মুসলমানরা ভালো কিছু করলে তাদের চোখে পড়ে না : আসিফ নজরুল

নিউজ ডেস্ক : সাম্প্রদায়িক দাঙ্গায় ভারতের আসানসোলে একজন ইমামের সন্তানকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা এর প্রতিবাদ করতে চাইলেও তা হতে দেননি সেই ইমাম। ভারতের বহু রাজনীতিক ও নাগরিক সামজের নেতারা ইমামের এই অবস্থানের প্রশংসা করেছেন।

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ফেসবুকে নিজের ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন। এমটিনিউজের পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘ভারতের আসানসোলে এক ইমামের পুত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গায়। তারপরও তিনি পুত্র হত্যার বদলার পরিবর্তে সহনশীলতার ডাক দিয়ে অনন্য এক নজির স্থাপন করেছেন।

তার এ ভূমিকার প্রশংসা করেছেন রাহুল গান্ধীসহ ভারতের বহু রাজনীতিক ও নাগরিক সামজের নেতারা।

আমাদের এখানে যারা মুসলামানদের সাম্প্রদায়িক ও জঙ্গি বলে প্রচার চালাতে চান, তারা কিন্তু আসানসোলের ঘটনাটি এড়িয়ে গেছেন। মুসলমানরা ভালো কিছু করলে তা চোখে পড়ে না তাদের, অন্য ধর্মের মানুষ খারাপ কিছু করলেও চোখে পড়ে না তাদের।

আমার বিবেচনায় এমন একচোখো মানুষরা আসলে অমানুষ।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে