বুধবার, ০৪ এপ্রিল, ২০১৮, ০১:১৫:৪১

আজ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক : আজ রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস আরও জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এপ্রিলে কমপক্ষে তিনটি কালবৈশাখির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বাড়তে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের হারও। এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাতের কারণে এপ্রিলে গরম থাকবে সহনীয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে