বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ০৩:১৯:০২

প্রধানমন্ত্রীর তিন শিক্ষা

প্রধানমন্ত্রীর তিন শিক্ষা

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তিন শিক্ষা! অবশেষে মুখে হাসি ফুটেছে শিক্ষামন্ত্রীর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। হাসতে হাসতে শিক্ষামন্ত্রী বললেন, ‘এটা আমার জীবনেও একটা বড় পরীক্ষা ছিল।’ অকপটে স্বীকার করলেন, ‘পদত্যাগ করতে চেয়েছিলাম তিনবার। কিন্তু তিনবারই প্রধানমন্ত্রী আমাকে ফিরিয়ে দেন।’

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে তিনটা উপদেশ দিয়েছিলেন। এই উপদেশ মানার কারণেই আজ সফল হয়েছি।’ উপদেশগুলো কি কি? জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এক. সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, দুই. বিপদে ধৈর্য্য হারালে চলবে না, মাথা ঠান্ডা রেখে সমস্যা মোকাবেলা করতে হবে এবং তিন. সমস্যার মূল কারণ খুঁজে বের করতে হবে।’

নাহিদ বলেন, ‘সারা দেশে যখন আমাকে নিয়ে সমালোচনা, যখন ক্যাবিনেটে আমার কলিগরা পর্যন্ত আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আস্থা রেখেছিলেন শুধু মাননীয় প্রধানমন্ত্রী।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস যে আমরা বন্ধ করতে পেরেছি তার কৃতিত্ব প্রধানমন্ত্রীর সবচেয়ে বেশি।’ -বাংলা ইনসাইডার

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে