রবিবার, ০৮ এপ্রিল, ২০১৮, ০১:৩৬:১৬

পাঁচ ধরনের পরীক্ষা করার পর যেরোগ ধরা পরেছে খালেদা জিয়ার

পাঁচ ধরনের পরীক্ষা করার পর যেরোগ ধরা পরেছে খালেদা জিয়ার

জাতীয় ডেস্ক: হাঁটুর সমস্যা ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক আর বড় কোনও সমস্যা পাননি চিকিৎসকরা। শনিবার (৭ এপ্রিল) খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার শারীরিক অবস্থা জানতে বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়।

এর মধ্যে তার শরীরের বিভিন্ন অংশের হাড়ের পাঁচ ধরনের পরীক্ষা করা হয়। এসব পরীক্ষার ভিত্তিতেই চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন হাঁটুর সমস্যা ছাড়া প্রাথমিকভাবে খালেদা জিয়ার শরীরে আর কোনও বড় ধরনের সমস্যা নেই। বয়স্কজনিত কিছু অসুস্থতা ছাড়া তার আর কোন সমস্যা নেই বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।

হাড়ের পরীক্ষাগুলোর মধ্যে ছিলো- সার্ভিকাল স্পাইন (ঘাড়ের পেছনের দিক), লামবার স্পাইন (কোমড়ের উপরের দিক), পেলভিস (পাজরের হাড়), বাম থাইয়ের সঙ্গে হিপের জোড়া, দুই পায়ের হাঁটুর পরীক্ষা চালানো হয়। এর মধ্যে দুই হাঁটু ছাড়া বাকি সব পরীক্ষায় কোন সমস্যা ধরা পড়েনি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, খালেদা জিয়ার শরীরের এসব পরীক্ষার ফলাফল কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাঁচ বছরের কারাদণ্ডে রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে বিশেষ কারাগারে রয়েছেন। সেখান থেকে ঠিক দুই মাস পর শনিবার (৭ এপ্রিল) চিকিৎসার জন্য কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয় তাকে।

এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে