সোমবার, ০৯ এপ্রিল, ২০১৮, ১১:২৮:৪০

খুলনা ও গাজীপুর সিটিতে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা

খুলনা ও গাজীপুর সিটিতে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা

নিউজ ডেস্ক : আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল জানান, গাজীপুরে বিএনপির নির্বাহী সদস্য হাসান সরকার ও খুলনায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে বিএনপি।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা সব পক্ষের মতামত গ্রহণ করে প্রার্থী চূড়ান্ত করেছি। গত নির্বাচনেও আমাদের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। আশা করি প্রশাসন নিরপেক্ষ থাকলে, সরকার নিরপেক্ষভাবে সহযোগিতা করলে আমাদের প্রার্থী বিজয়ী হবেন।’

এর আগে গুলশানে বিএনপির মনোনয়ন বোর্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে প্রার্থী চূড়ান্ত করে। গতকাল রবিবার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে বোর্ড। গতকাল না থাকলেও আজকের বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারও উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির সূত্র জানায়, গাজীপুরের বর্তমান মেয়র এম এ মান্নানকে গুলশানে ডেকে নিয়ে নতুন প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ নিয়েছে বিএনপির হাইকমান্ড। তারেক রহমানও তার সঙ্গে কথা বলেছেন।

বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘দুই সিটিতে বিএনপি দুইজন নতুন মুখ নির্বাচন করছে। গাজীপুরে হাসান উদ্দিন সরকার একজন মুক্তিযোদ্ধা এবং খুলনায় নজরুল ইসলাম মঞ্জু যিনি তরুণ-ডায়নামিক লিডার হিসেবে ইতোমধ্যে দলে জনপ্রিয়। আমরা আশা করছি, এই দুই প্রার্থী বিজয়ী হবেন।’

এদিকে মনোনয়ন বোর্ডের একটি সূত্র জানায়, গাজীপুরে এম এ মান্নানের শারীরিক অবস্থা দুর্বল বলেই তাকে বিশ্রামে দেখতে চায় দল। আর এ কারণে ডেকে এনে তাকে দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। সূত্র জানায়, দলের মনোনয়ন বোর্ডের ঐক্যমতের ভিত্তিতেই দুই প্রার্থী ঠিক করেছে বিএনপি।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে