মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮, ০৭:৫২:৪৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট: ‘কালকে একটু ভুল বলে ফেলেছিলাম’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট: ‘কালকে একটু ভুল বলে ফেলেছিলাম’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ করা হবে না, তবে মালিকদের ইনকাম ট্যাক্স (আয়কর) দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার (১০ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বার্ষিক মুনাফার চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ করা হবে না তবে মালিকদের ইনকাম ট্যাক্স (আয় কর) দিতে হবে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কোনো ইনকাম ট্যাক্সের আওতায় নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো লাভ করে তাই তাদেরকে আয়কর দিতে হবে।

তিনি বলেন, আমি বোধ হয় কালকে একটু ভুল বলে ফেলেছিলাম। এর আগে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট আরোপ করেছিলাম। কিন্তু পরবর্তীতে সেটা বস্তবায়ন করিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান ইনকাম ট্যাক্স দেয় না। কিন্তু তারা (বেসরকারি বিশ্ববিদ্যালয়) যে রকম চার্জ ধরে সেটা দিয়েইতো লাভ করে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাগজে কলমে অলাভজনক বলা হয় এক্ষেত্রে কিভাবে আয় কর দেবে তারা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবসময় অলাভজনক বলা হয়না। অনেক সময় অলাভজনক বলতে চেষ্টা করা হয়। সেখানে ফাঁক-ফোকর দেখবে ইনকাম-ট্যাক্সের লোকেরা।

ইনকাম-ট্যাক্সের বিষয়ে এক সাংবাদিক ক্লিয়ার হতে চাইলে মুহিত বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যত টাকা লাভ করবে তার উপর ইনকাম-ট্যাক্স দেবে।

আগের দিন সোমবার (০৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাকবাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট আরোপ করা হবে বলে জানান।

ওই সময় অর্থমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট মেইনটেইন করবো। বাট উই শুড কালেক্ট ইট ফ্রম দ্য ওনারস অব দ্য ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে তারা কিভাবে কি করবে জানি না, আমরা তাদের কাছ থেকে ভ্যাট আদায় করবো। অর্থমন্ত্রীর ওই বক্তব্যের পর মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে