বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮, ০৬:১১:৫০

ভুয়া ডাক্তার আটক নিয়ে তোলপাড়!

ভুয়া ডাক্তার আটক নিয়ে তোলপাড়!

কুমিল্লায় প্রাইভেট হসপিটাল ‘কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতাল’ থেকে ভুয়া ডাক্তার মাহবুবুর রহমান (২৮)কে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। সে দাউদকান্দি হাসনপুর পূর্বপাড়া এলাকার আব্দুল মজিদ শিকদারের ছেলে।

এ ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করছেন।

বুধবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় নগরীর কুমিল্লা-লাকসাম সড়কের কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সালাউদ্দিন বলেন, ভুয়া ডাক্তার মাহবুবুর রহমান কয়েকদিন আগে কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে ডিউটি ডাক্তার হিসেবে নিয়োগ নেয়।

নিয়োগের সময় জমা দেয়া কাগজপত্রের মূল কপি হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে চাইলে মাহবুবুর রহমান কালক্ষেপন করতে থাকে। পরে তাকে সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তার কোন চিকিৎসা সনদ নেই বলে জানায়।

এরপর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে থানার এএসআই মাসুদ একদল পুলিশ নিয়ে গিয়ে ভুয়া ডাক্তার মাহবুবুর রহমানকে গ্রেফতার করে ধানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান কোতয়ালী থানার এ কর্মকর্তা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে