বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮, ০৮:০৭:৫১

মুসলিম রীতিতেই দাফন হবে নিপার

মুসলিম রীতিতেই দাফন হবে নিপার

আইনি জটিলতার কারণে প্রায় ৪ বছর ধরে হিমঘরে পড়ে থাকা ধর্মান্তরিত মুসলমান হোসনে আরা ইসলাম ওরফে নীপা রানীর মরদেহ মুসলিম রীতিতে দাফনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত এও জানিয়ে দিয়েছে রায়ের কপি পাওয়ার পর তিন দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নীপার দাফন সম্পন্ন করতে নীলফামারীর জেলা প্রশাসককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে নীপার বাবার পক্ষে শুনানি করেন আইনজীবী সমীর মজুমদার। নীপার শ্বশুরের পক্ষে ছিলেন আইনজীবী একেএম বদরুদ্দোজা। আইনজীবী সমীর মজুমদার বলেন নিপার আত্নহত্যার পর তার শ্বশুর তার পুত্র বধুর রদেহ মুসলিম রীতিতে দাফন করার আবেদন করা হয়। পরে আদালত ছেলের বাবার পক্ষে রায় দিলে । নিপার বাবা আপিল করেন ।পরে বিজ্ঞ আদালত বিচার বিবেচনা করে নিপাকে মুসলিম রীতিতেই দাফন করারা রায় প্রদান করেন।

উল্লেখ্য, মামলার বিবরণে জানা যায়, নীলফামারীর ডোমার উপজেলার অক্ষয় কুমার রায়ের মেয়ে নীপা রানী রায়ের সঙ্গে একই উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পুর্ব বোড়াগাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে হুমা্উন ফরিদ লাইজু ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৩ সালের ২৫ অক্টোবর তারা পালিয়ে বিয়ে করেন। তবে বিয়ের আগে নীপা রানী রায় ইসলাম ধর্ম গ্রহণ করে নোটারি পাবলিকের মাধ্যমে হোসনে আরা ইসলাম নাম ধারণ করেন।

এ ঘটনার তিনদিন পর ২৮ অক্টোবর নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বর হুমাউনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন মেয়ের বাবা অক্ষয় কুমার রায়। মামলায় হুমাউনকে কারাগারে যেতে হয়। আর নীপা ওরফে হোসনে আরাকে রাজশাহীতে নিরাপত্তা হেফাজতে রাখা হয়। পরে আদালতের নির্দেশে তাকে বাড়িতে নিয়ে যায় তার পরিবার। অন্যদিকে হুমাউন জেল থেকে ছাড়া পাওয়ার পর ২০১৪ সালের ১৫ জানুয়ারি বিষপানে আত্মহত্যা করেন। স্বামীর শোকে নীপাও একই বছরের ১০ মার্চ বাবার বাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে