সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮, ০৫:২৪:১৭

দিন-দুপুরে যেভাবে তুলে নেয়া হয় তিন নেতাকে

দিন-দুপুরে যেভাবে তুলে নেয়া হয় তিন নেতাকে

কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তবে ডিবি পুলিশ বলছে তাদেরকে গ্রেফতারের জন্য নয়, কিছু তথ্য জানার জন্য তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছিলো। নিয়ে যাওয়ার প্রায় তিন ঘন্টা পর তাদেরকে ছেড়ে দেয়া হয়।

এদিকে তিন নেতাকে তুলে নেয়ার পর তাদেরকে ছেড়ে দেয়া না হলে ফের অন্দোলনের হুমকি দেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

তিনি বলেন, সকাল ১১টায় আমাদের পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন ছিল। সংবাদ সম্মেলন শেষে পরিষদের নেতারা কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখার উদ্দেশ্যে ঢাকা মেডিকেল রওনা হই। আমি, মোহাম্মদ রাশেদ খান, নূরু হক নূর এবং ফারুক হোসেন চানখারপুলের কাছাকাছি পৌঁছালে মাইক্রোবাসে আসা অস্ত্রধারী কয়েকজন লোক তাদের তুলে নেয়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ফোনও বন্ধ।

তাদের থেকে একটু পেছনে পড়ে যাওয়ায় তাকে অপহরণ করতে পারেনি বলে দাবি করেন হাসান আল মামুন। কোটা সংস্কার আন্দোলনের ফেসবুক পেজেও তিনজনকে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। একটি ভিডিও শেয়ার করে তারা দাবি করেছে, সাদা মাইক্রোবাসে তিন জনকে তুলে নেওয়া হয়।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে