বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ১২:৪২:১১

সেই ভুয়া আইনজীবীর বিরুদ্ধে মামলা হচ্ছে

সেই ভুয়া আইনজীবীর বিরুদ্ধে মামলা হচ্ছে

ঢাকা : অন্য আইনজীবীর সনদের আইডি ব্যবহার করে গত ২৭ বছর হাইকোর্টে প্র্যাকটিস করা সেই ভুয়া আইনজীবীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন। নিজের সনদ না থাকলেও আইনজীবী মো. শহিদ উল্ল্যাহর পরিচয়পত্র নম্বর (আইডি) ব্যবহার করে তিনি হাইকোর্টে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মামলা পরিচালনা করেছেন বলে সুপ্রিমকোর্ট বার জানিয়েছে। এই ভুয়া আইনজীবী হলেন এস এম শহিদ উল্ল্যাহ। মূল আইনজীবী মো. শহিদুল্ল্যাহর লিখিত আবেদনের পর তদন্ত করে এসব তথ্য পায় সুপ্রিম কোর্ট বার অ্যঅসোসিয়েশন। এ ঘটনায় এস এম শহিদ উল্ল্যাহ অবাঞ্ছিত ঘোষণা করেছেন সুপ্রিমকোর্ট বার। এমনকি তাকে ধরিয়ে দেয়ার জন্য নোটিশও দেয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন সুপ্রিমকোর্ট বারের সুপারিন্টেডেন্ট নিমেশ চন্দ্র দাশ এবং সুপ্রিমকোর্ট বারের নোটিশ থেকেও এটি জানা গেছে। ২৫নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে