বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০২:১৬:২৮

মেডিকেলে সুযোগ পেলেন আরও ১৫২ শিক্ষার্থী

মেডিকেলে সুযোগ পেলেন আরও ১৫২ শিক্ষার্থী

ঢাকা: সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সুযোগ পেলেন আরও ১৫২ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের মেধা ও পছন্দ অনুযায়ী আসন শূন্যতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর থেকে তাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে ১৪ নভেম্বরের মধ্যে ভর্তি না হওয়ায় ও ভর্তি বাতিল করায় শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ২য় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে আগামী ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরবরাহকৃত মাইগ্রেশন ফরম পূরণের মাধ্যমে তৃতীয় দফা মাইগ্রেশনের সুযোগ পাবেন অপেক্ষমাণ শিক্ষার্থীরা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে