বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৩:৫৫:৫৭

হঠাৎ কবরস্থানে লাশ দেখে অজ্ঞান জিয়ারতকারী

হঠাৎ কবরস্থানে লাশ দেখে অজ্ঞান জিয়ারতকারী

ঢাকা : হঠাৎ কবরস্তানে লাশ দেখে অজ্ঞান হয়ে পড়লেন এক জিয়ারতকারী। ঘটনাটি ঘটেছে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুলাইল কবরস্তানে। এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১টা পর্যন্ত ওই লাশের পরিচয় জানা যায়নি বলে জানায় যাত্রাবাড়ী থানা পুলিশ। থানার দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর আইয়ুব গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত সুরতহাল রিপোর্ট তৈরি করা যায়নি। লাশের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে ফজরের নামাজের পর মাতুয়াইল কবরস্তান মসজিদের মুসল্লিদের একজন কবর জিয়ারতের জন্য গোরস্থানের ভেতরে যান। ভেতরে ঢুকেই লাশ দেখতে পান তিনি। গোরস্তানে ঝুলন্ত লাশ দেখে আঁতকে উঠেন তিনি এবং দৌড়ে বের হয়ে অাসতে গিয়ে গেটেই অজ্ঞান হয়ে পড়েন। এরপর প্রাতঃভ্রমণকারীরা তাকে উদ্ধার করে মসজিদে এনে শুইয়ে রাখেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে কবরস্তানে ঝুলন্ত লাশ দেখতে পাওয়ার কথা জানান তিনি। পরে লোকজন কবরস্তানে গিয়ে ওই লাশ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেয়া হলে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের সাব-ইন্সপেক্টর আইয়ুব জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর হবে। তার পরণে লুঙ্গি, গায়ে আকাশি রঙের ফুলশার্ট ও কোমরে গামছা রয়েছে। এদিকে কবরস্তানের একজন প্রহরীও রয়েছেন। প্রহরী জানান, গভীর রাতে একটি মাইক্রোবাস এসে কবরস্তানে মাঝামাঝি স্থানে থামে এবং সেখানে বেশ কিছু সময় অবস্থান করে। কবরস্তানের ভেতরে একটি সরু গাছের সাথে লাশটিকে কয়েকজন লোক ঝুলিয়ে যেতে পারে বলে তার ধারনা। কারণ গাছের নিচে অনেক পায়ের ছাঁপ দেখা গেছে। পুলিশের ধারণা, অন্য কোথাও যুবকটিকে হত্যা করে কবরস্তানে লাশটিকে ঝুলিয়ে রাখা হয়েছে। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে