বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৭:১৪:২৩

ফেসবুক খুলে দিতে নোটিস

ফেসবুক খুলে দিতে নোটিস

ঢাকা : ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে ডাকা ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবর উকিল নোটিস পাঠিয়েছেন আইনজীবী কুমার দেবুল দে। খুলে না দিলে হাইকোর্টে রিট মামলা দায়ের করা হবেও বলে নোটিসে উল্লেখ করা হয়। বুধবার বিকেলে ওই আইনজীবী নিজেই উকিল নোটিসটি ডাকা ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পৌঁছে দেন। আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ২৪ ঘণ্টার মধ্যে জনসাধারণের জন্য অবারিত করে দিতে ডাকা ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবর উকিল নোটিস পাঠানো হয়েছে। এ সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট মামলা করা হবে। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে