বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৮:৩২:৪৩

আশাবাদী ইনু

 আশাবাদী ইনু

ঢাকা : তৃণমূল জনগণকে টেকসই উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে কমিউনিটি রেডিও’র সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জঙ্গি-দানবমুক্ত আবহ তৈরিতেও কমিউনিটি রেডিও ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি। আজ বুধবার রাজধানীর কল্যাণপুরে ‘কমিউনিটি রেডিও’র সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট অনুষ্ঠানের আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ। দেশের সব প্রান্তের জনগণের অংশগ্রহণ ছাড়া এ অর্জন সম্ভব নয়। তিনি বলেন, কমিউনিটি রেডিও হচ্ছে তৃণমূল জনগণের সাথে সরকারের সেতুবন্ধ। সে কারণে তৃণমূলের সুখ-দুঃখের পাশাপাশি সরকার, সংসদ ও প্রশাসনের কাজগুলো মানুষকে জানতে সহায়তা করাও কমিউনিটি রেডিও’র দায়িত্ব। কমিউনিটি রেডিওগুলোকে সুশাসন, টেকসই উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ব্যবহার, জলবায়ূ পরিবর্তনের সাথে খাপখাওয়ানো, নারী-পুরুষ বৈষম্যদূর, বয়:সন্ধিকাল, প্রবাসীদের পরিবারকল্যাণ বিষয়ে অনুষ্ঠান প্রচার করে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান জানান তিনি। ইন্সটিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদ। ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন ফর ডিভালপমেন্ট শাখা প্রধান নেহা কাপিল এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দেশের ১৬টি কমিউনিটি রেডিও’র সম্প্রচারকর্মীরা কর্মশালাটিতে প্রশিক্ষণ নিচ্ছেন। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে