বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৮:৫৯:০৫

একের অধিক দিলে সব বাতিল

একের অধিক দিলে সব বাতিল

ঢাকা : আসন্ন পৌরসভা নির্বাচনে নতুন নির্বাচনী আইন অনুযায়ী কোনো দল একাধিক ব্যক্তিকে মেয়র পদে মনোনয়ন দিলে ওই দলের সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, নতুন আইন অনুযায়ী মেয়র পদে প্রার্থীকে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। তবে কাউন্সিলর পদে নির্বাচন হবে আগের মতোই। রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক অথবা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যায়নপত্র থাকতে হবে। আগামী ৩০ ডিসেম্বর বুধবার ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ২৩৪টি পৌরসভার নির্বাচনের তফসিল এরই মধ্যে ঘোষণা করেছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে