বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৯:১০:৩৩

২০ পদে ৩৫ হাজার

২০ পদে ৩৫ হাজার

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে। এদিন সহকারী পরিচালক, প্রোগ্রামার/সহকারী সিস্টেম এনালিস্ট, উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার মোট চার ক্যাটাগরিতে ২০ পদে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৫৩ জন। ২৭ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের ২০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অনুরূপ ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না পরীক্ষার্থীরা। দুদক সূত্রে জানা যায়, ২০ পদের মধ্যে সহকারী পরিচালক পদে ১১, প্রোগ্রামার/সহকারী সিস্টেম এনালিস্ট ১, উপসহকারী পরিচালক পদে ৭ ও কোর্ট পরিদর্শক পদে ১ জন নিয়োগ দেয়া হবে। ২০ পদের বিপরীতে ৩৫ হাজার ৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। যদিও পরবর্তীতে পদের সংখ্যা বাড়তে পারে। এরই মধ্যে নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। আসন বিন্যাস হলো : ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে