বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ১১:৪৯:০২

‘ওখানেই তাদের পড়ে থাকতে হয়’

‘ওখানেই তাদের পড়ে থাকতে হয়’

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুদ্রঋণ ব্যবস্থায় গ্রহীতাদের পক্ষে দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। ‘মাইক্রোক্রেডিটের সুদ দিতে দিতে তাদের আর সঞ্চয় থাকে না। কাজেই দারিদ্র্যের লেভেল থেকে তারা উঠতে পারে না। ওখানেই তাদেরকে পড়ে থাকতে হয়। বুধবার গণভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার এ কারণে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সঞ্চয় বৃদ্ধি ও পল্লী কর্মসংস্থান ব্যাংক সৃষ্টির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ঋণের ব্যবস্থা করেছে। তিনি বলেন, আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে তাদের ঋণ দিচ্ছি এবং খামার থেকে তাদের উত্পাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থা করছি। তাদের সঞ্চয়ে উত্সাহিত করছি ও ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থাও করছি। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী লালমনিরহাটের দহগ্রামে গ্রামীণফোনের থ্রিজি ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। এ সময় দহগ্রামে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে