বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৯:১৪:২৫

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আবদুর রহমান মিন্টু, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তলইগাছা সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে তলইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালিতে এ ঘটনা ঘটে। নিহত দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকার লোকমান সরদারের ছেলে আব্দুল খালেক ও সদর উপজেলার পাচরখী গ্রামের শের আলীর নজরুল ইসলাম। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, ভোররাতে সীমান্ত দিয়ে গুরু আনার সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আব্দুল খালেক ও নজরুল গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরে নিহত হন। তবে তাদের অন্যান্য সঙ্গীরা বাংলাদেশে আসতে পারেন। পরে তারাই এই স্বজনদের এই নিহতের খবর দিয়েছেন। তাদের মরদেহ সীমান্তের ওপারেই রয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা ইউনিয়নের তলুইগাছা ওয়ার্ডের মেম্বর শাহজান আলী বলে, স্থানীয় গরু ব্যবসায়ীদের কাছে থেকে তিনি দুজন নিহতের খবর পেয়েছেন। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান বলেন, ‘এ ধরনের খবর পেয়ে আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছি।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত বিএসএফ ঘটনার বিষয়ে কিছু জানায়নি। বৈঠক শেষে বিস্তারিত জানানো যাবে।’ ২৬নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে