বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১২:২৯:০২

বুক ফাঁটা কান্নায় হৃদয়বিদারক দৃশ্য!

বুক ফাঁটা কান্নায় হৃদয়বিদারক দৃশ্য!

নিউজ ডেস্ক : চোখের জলে ভিজলো দেবীগঞ্জের পিচঢালা পথ।চতুর্থ দফায় পঞ্চগড়ের ১০৫ জন ভারতে চলে যাওয়ার সময় এমন একটি হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পঞ্চগড়ের অধূনালুপ্ত ৩৬টি ছিটমহলের ২টি ছিটমহল থেকে ২১টি পরিবারের ১০৫ জন নতুন ভারতীয় নাগরিক ভারত গেলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলার দেবীগঞ্জ উপজেলার দহলা খাগড়াবাড়ি ও বোদা উপজেলার দইখাতা ছিটমহলের নতুন ভারতীয়রা দেবীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের চেকিং ও লোডিং পয়েন্ট থেকে ৩টি বাস ও ৫টি ট্রাকে মালামালসহ ভারতের উদ্দেশে রওয়ানা দেন। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের প্রথম সেক্রেটারি রমা কান্ত গুপ্ত’র কাছে ১০৫জন নতুন ভারতীয় নাগরিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ হস্তান্তর করেন। এ সময় জন্মভূমি ছেড়ে যাওয়া এই নতুন ভারতীয়দের অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান স্বজনেরা। চারদিকের বাতাস ভারী হয়ে উঠে তাদের বুক ফাঁটা কান্নায়। ২৬নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে