বুধবার, ০২ মে, ২০১৮, ০৮:৪৪:১৯

বক্তব্যের মাঝখানে অর্থমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

বক্তব্যের মাঝখানে অর্থমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

ঢাকা: সংবাদ সম্মেলনে হঠাৎ বক্তব্য থামিয়ে অর্থমন্ত্রীকে বসার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২ এপ্রিল) গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক্ষেপ নেন।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট বহিবিশ্বে তুলে ধরার বিষয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। ওই সময় অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে হাজির হন। ওই সময় প্রধানমন্ত্রী বক্তব্য থামিয়ে চেয়ার সরিয়ে অর্থমন্ত্রীকে সংবাদ সম্মেলনের মাঝামাঝি বসার সুযোগ করে দেন। সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তিন দেশ সফরের ওপর প্রধানমন্ত্রীর ঐ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বিকেল ৪ টায় গণভবনে সংবাদ সম্মেলনটি শুরু হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের অনুষ্ঠেয় সম্মেলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিমধ্যেই ফরম ছাড়া হয়েছে। সমঝোতার চেষ্টা হবে। না হলে ভোট হবে। সবসময় যেভাবে হবে সেভাবেই হবে। তবে ভোটে উল্টো পাল্টা আসছে সেটা গ্রহণ করা হবে।

গত ২৯ এপ্রিল গ্লোবাল সামিট অন উইমেন যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে ওই সম্মেলনে যোগ দিতে ২৭ এপ্রিল সিডনিতে যান প্রধানমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা দেওয়া হয় প্রধানমন্ত্রীকে।

এর আগে গত ১৫ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওয়ানা হন প্রধানমন্ত্রী। পরদিন ১৬ এপ্রিল সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে ২৩ দেশের যৌথ সামরিক মহড়া সমাপনীতে যোগ দেন তিনি। পরে ওই দিনই প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হন। ১৯-২০ এপ্রিল লন্ডনে ৫৩ টি দেশের সরকারপ্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। ওই সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া কমনওয়েলথ সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। আর কমনওয়েলথ নেতারা রোহিঙ্গা সংকটে বাংলাদেশে পাশে থাকার অঙ্গীকার করেন। সম্মেলন শেষে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয় যুক্তরাজ্য আওয়ামী লীগ। লন্ডন সফর শেষে স্থানীয় সময় ২২ এপ্রিল রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১টা) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বিমানটি ২৩ এপ্রিল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবশ্য দুদিন পরই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে