বৃহস্পতিবার, ০৩ মে, ২০১৮, ১২:০৮:৪৮

ছেলে মেয়েরা কোথায় যায়, কি করে? এ সেদিকে সবার খেয়াল রাখতে হবে: প্রধানমন্ত্রী

ছেলে মেয়েরা কোথায় যায়, কি করে? এ সেদিকে সবার খেয়াল রাখতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাবা মাকে খবর রাখতে হবে, ছেলে মেয়েরা কোথায় যায়, কি করে, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সিক্ষকদেরকেও ছাত্র ছাত্রীদের খোঁজ খবর রাকতে হবে। তাঁরা কোথায় যায়। কি করে। আমাদের ছেলে মেয়েরা যেন জঙ্গিবাদ ও মাদকাসক্ত হয়ে না পরে। সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

কুর্মিটোলায় এলিট ফোর্স র‍্যাবের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এক কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সুন্দরবনে র‍্যাবের সাফল্য তুলে ধরেন। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে র‍্যাবের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে সব জলদস্যু স্বাভাবিক জীবনে ফিরে আসছে তাঁদের কাজের সূযোগ দিচ্ছি আমরা।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করে তুলবো। যেখানে যা প্রয়োজন আমরা তৈরি করে দিব। আমাদের অর্থ সম্পদ কম আছে তবে আমাদের মানব সম্পদ আছে, তাই কাজে লাগাতে হবে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে