বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৪:১৩:১৯

আবার খালেদা

আবার খালেদা

নিউজ ডেস্ক : গতকালের পর আবার বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৈঠক করবেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে। বৈঠকটি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা এ বিষয়ে সিন্ধান্ত নিতে দলটির চেয়ারপারসনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের ২৩৪টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর একসাথে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করছে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩ ডিসেম্বর। বিএনপি এরই মধ্যে অভিযোগ করেছে, তাদের বহু সম্ভ্যাব্য প্রার্থীকে গত কয়েক সপ্তাহে গ্রেফতার করা হয়েছে। পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপি কি সিন্ধান্ত নিয়েছে এ বিষয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন গণমাধ্যমকে বলেন, পৌরসভা নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে, সেখানে পক্ষে, বিপক্ষে মতামত এসেছে। তবে নির্বাচনে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি সিদ্ধান্ত নেন তা জানার অপেক্ষায় দলীয় সম্ভাব্য প্রার্থীরা। বৃহস্পতিবার রাত ৯ টায় বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে